শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

সারদায় প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ    গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে: সারজিস আলম    নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ    সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ৩ দিনের রিমান্ডে    ফিলিস্তিন-লেবাননে ধ্বংসযজ্ঞ বন্ধ চায় চীন    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ    সবজির দাম কমলেও বেড়েছে মাছ-মাংসের দাম   
টেনিসে নতুন ইতিহাসের সামনে বাংলাদেশি মাসফিয়া
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

চোটের কারণে টেনিস ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। র‍্যাকেট তুলে রাখলেও টেনিসের মায়া ছাড়তে পারেননি মাসফিয়া আফরিন। ভালোবাসার এই খেলায় থাকার জন্য যুক্ত হন রেফারি হিসবে। সেখানে নিজের প্রতিভা দেখিয়েছেন। যার কারণে প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিদেশের মাটিতে আন্তর্জাতিক টেনিসে প্রতিযোগিতা মনোনয়ন পেয়েছে মাসফিয়া।

আগামী ৬-১২ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে এবং ১৩-১৯ জানুয়ারি পর্যন্ত কলকাতায় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সে লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে তিনি। এরপর ২০ জানুয়ারি মাসফিয়া দেশে ফিরবেন। 

গত বছরের ২৩-২৪ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ভারতের সিলভার বেজ রেফারি ও আইটিএফ সার্টিফাইড টিউটর অভিষেক মুখার্জীর তত্ত্বাবধানে ‘ন্যাশনাল লেভেল অফিসিয়েটিং স্কুল’-এর আয়োজন করা হয়েছিল।  

অফিসিয়েটিং স্কুলে অংশগ্রহণকারী ২২ অফিসিয়ালের মধ্যে টপ স্কোরার ছিলেন মাসফিয়া আফরিন। তাকে আইটিএফের অফিসিয়াল ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার অভিজ্ঞতার মাধ্যমে আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের দিল্লি ও কলকাতায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছে। 

এর মাধ্যমে বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের নারী রেফারির দ্বার উন্মোচিত হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft