প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
সুদের টাকা পরিশোধ নিয়ে চলছিল বাকবিতন্ডা। বাধা দিতে গিয়ে খুন হয় দেলোয়ার হোসেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড় এলাকার বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলেদের সাথে সুদে ঋণ গ্রহীতা রিকশা চালক তারা মিয়ার দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার রাতে ব্রিজপাড়ে থাকা দেলোয়ারের ছেলের দোকানের সামনে তারা মিয়ার সাথে বিতর্ক জড়ায় শেখ ফরিদ, আলম ও রবিউল। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে, তারা মিয়ার মামাতো ভাই মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন ফেরাতে যান। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে দেলোয়ারসহ গুরুতর আহত হয় কয়েকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেলোয়ারসহ দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ যাওয়ার রাস্তাতেই মারা যান দেলোয়ার। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন গতকাল বুধবার নিহতের ছোট ভাই বুলু মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দৈনিক জবাবদিহিকে বলেন, এঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।