প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
টাঙ্গাইলের ঘাটাইলে সবজি বাজারে যেন আনন্দের জোয়ার বইছে। স¤প্রতি বাজারে কমেছে সব সবজির দাম, যা সাধারণ মানুষের মনে স্বস্তি এনে দিয়েছে। খুচরা ও পাইকারি বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, মুলা, পালংশাকসহ বেশ কিছু মৌসুমি সবজির দাম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। কৃষকদের উৎপাদন বাড়ার কারণে এবং বাজারে সরবরাহের স্থিতিশীলতায় এই দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে।
ঘাটাইল পাইকারি বাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ১৫ টাকা, শিম প্রতি কেজি ১৫ টাকা, গাজর ১৫-২০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, খুচরা বাজারে এর দাম সামান্য বেশি হলেও তা সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।
ঘাটাইল বাজারে সবজি কিনতে আসা মোঃ ইউসুফ, খায়রুল ইসলামসহ কয়েকজন ক্রেতা বলেন, আগের চেয়ে দাম কমায় এখন পরিবারে পুষ্টিকর খাবারের পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে। দু'মাস আগে ৫শ টাকায় বাজার করলে ব্যাগ ভরতো না, তবে এখন ২০০-২৫০ টাকায় ব্যাগ ভর্তি সবজি কেনা যাচ্ছে বলেও জানান তারা।
সবজি বিক্রেতা মোঃ আঃ সাত্তার জানান, শীতের শাক-সবজির সরবরাহ এ বছর ভালো, তাই দাম তুলনামূলকভাবে কম। ক্রেতাদের উপস্থিতিও ভালো, ফলে বিক্রিও বাড়ছে। এতে করে বিক্রেতা ও ক্রেতা সবাই এই পরিস্থিতিতে লাভবান। বাজারের এই ইতিবাচক পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে এটি সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।