শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৬ পৌষ ১৪৩১
 

বাংলাদেশে বিনিয়োগের জন্য তুরস্ককে প্রধান উপদেষ্টার আহ্বান    শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গ রিজভীর মন্তব্য    রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০     সরকারি অর্থে কোনো অতিথিকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা    বিডিআর জওয়ানদের মুক্তির দাবীতে শাহবাগ অবরোধ    নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিলো বিএনপি    সকালে লেবু-পানি খেলে মিলবে যেসব উপকার   
কাপাসিয়ায় ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ২
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় রায়েদ ইউনিয়নের রায়েদ উত্তর পাড়ার শহীদুল্লাহ'র বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে চুরি হওয়া ছোট-বড় ১১টি গরু উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর পাড়ার হারেজ আলীর পুত্র শহীদুল্লাহ্'র (৪০) বাড়িতে চোরাই গরু আছে বলে থানা পুলিশ খবর পায়। পরে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ছোট-বড় ১১ টি গরু উদ্ধার করেন। এসময় গরু চুরিতে জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শহীদুল্লাহ (৪৫) তার ভাগিনা সোহেল (৩৫)। সোহেল কিশোরগঞ্জ সদরের সাদুল্লাচর গ্রামের মৃত আব্দূর রাজ্জাকের পুত্র। সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গোপনে মামা শহীদুল্লাহ'র বাড়িতে এনে রাখেন। পরে সুযোগ বুঝে এলাকার আমরাইদ বাজার সহ বিভিন্ন বাজারে তা বিক্রি করে। 

উদ্ধারকৃত গরুর মধ্যে ৪টি কালো রংয়ের গাভী, ১টি কালো বকনা, ১টি লাল গাভী, ৫টি লাল বকনা গরু। এব্যাপারে  পুলিশ উপ-পরিদর্শক রঞ্জন কুমার ভৌমিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়েদ উত্তর পাড়া থেকে ১১ টি গরু উদ্ধার করা হয়েছে। আটককৃত দুজন আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালত গাজীপুরে প্রেরণ করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft