প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:০১ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর নিলেও পরে ফিরেছিলেন তামিম ইকবাল। তবে জাতীয় দলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও এখন জাতীয় দলের বাইরে আছেন এই ওপেনার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তাকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি একটি ভিডিওতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে কথা বলতে দেখা যায় তামিমকে। সেখানে তিনি বলেছিলেন, জাতীয় দলের অধ্যায় তার জন্য শেষ। এ মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেট ভক্তদের মাঝে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে—তাহলে কি সত্যিই জাতীয় দলে তার ফেরার কোনো সম্ভাবনা নেই?
১২ জানুয়ারির মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দেবে বিসিবি। তামিম সেখানে থাকবেন কি না, তা নিয়েই চলছে আলোচনা। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন। সেখানে পাঁচ তারকা এক হোটেলে তিনি তামিমের সঙ্গে আলোচনায় বসেছেন। বৈঠকে আরও ছিলেন নির্বাচক হান্নান সরকার।
২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম, যদিও পরে ফিরে আসেন। এবারও তার ফেরা নিয়ে আলোচনা চলছে। আজই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে, নির্বাচক কমিটি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিব আল হাসানকেও দলে রাখতে চায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির উপর নির্ভর করছে। নির্বাচকরা এই বিষয়ে বোর্ডের দিকনির্দেশনার অপেক্ষায় আছেন।