মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ ২২ পৌষ ১৪৩১
 

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’    অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ    দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ    বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা    মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট    ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক    বেশ কয়েকজন বিচারপতির অনিয়ম পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ হাইকোর্টের   
এ বছরই লিভারপুল ছাড়বেন সালাহ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

লিভারপুলে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। ২০১৭ সালে অলরেডদের জার্সি গায়ে জড়ানোর পর গোলের ফুলঝুরি ছুটিয়েছেন এই মিসরীয় ফুটবলার। দলটির হয়ে সম্ভাব্য সব শিরোপাই জয় করেছেন তিনি। তবে এবার বোধহয় ক্লাবটির সঙ্গে সম্পর্ক চুকানোর সময় এসে গেছে তার।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্র জানা গেছে, ৩২ বছর বয়সী সালাহর সাথে এ মৌসুমের পরেই লিভারপুলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন সালাহ। আর্নে স্লটের অধীনে লিভারপুল ৬ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানেও অবস্থান করছে।

মিসরীয় এই ফরোয়ার্ড ইতোমধ্যেই এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে ১৭ গোল করা ছাড়াও ১৩টি এ্যাসিস্ট করেছেন। রোববার (৫ জানুয়ারি) ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সফরে যাবে লিভারপুল।

সম্প্রতি স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেছেন, ‘এটাই আমার এই ক্লাবে শেষ বছর। সে কারণে এবার বিশেষ কিছু করে দেখাতে চাই। দীর্ঘ ৩০ বছর আমরা শিরোপার অপেক্ষায় ছিলাম। করোনা মহামারীর কারণে সেভাবে শিরোপা উদযাপন করতে পারিনি। উদযাপনের পথটা সঠিক ছিল না। এবার আশা করছি সবকিছু ঠিকভাবে করতে পারবো।’


অবশ্য শুধু সালাহ-ই নন, লিভারপুলের সঙ্গে চুক্তি ফুরিয়ে যাচ্ছে অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ইংলিশ রাইটব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডেরও।

ইয়ুর্গেন ক্লপের অধীনে এই ত্রয়ীর পায়ের জাদুতে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপ শিরোপা জয় করেছে লিভারপুল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft