রোববার ৫ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১
 

এ বছরই লিভারপুল ছাড়বেন সালাহ    বরিশালের জামাই হচ্ছেন তাহসান    ‘শেখ হা‌সিনা‌কে ফেরতের বিষয়ে এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি ভারত’    ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল    ভারত থেকে রোববার দেশে ফিরছেন ৯০ জেলে    আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা    পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় শাস্তি হবে ট্রাম্পের!   
যুক্তরাষ্ট্রে গাড়ি ধাক্কায় ১০ জন নিহত, আহত ৩০
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। শহরের কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি এক বিবৃতিতে বলেছে, ‘অষ্টম জেলায় বর্তমানে একটি গণহত্যা সম্পর্কিত ঘটনার তদন্ত করা হচ্ছে, যেখানে একটি গাড়ি ক্যানাল ও বার্বন স্ট্রিটে ভিড়ের মধ্যে ঢুকে যায়। এতে ৩০ জন আহত ও ১০ জন নিহত হয়েছে।’

জরুরি কর্তৃপক্ষ ঘটনাটি কখন ঘটেছে তা উল্লেখ করেনি। তবে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় নববর্ষ উদযাপনকারী উল্লসিত জনগণের ভিড়ে পূর্ণ থাকার কথা।

এ ছাড়া নিউ অরলিন্স পুলিশের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি বলেছে, ‘প্রাথমিক প্রতিবেদন অনুসারে, একটি গাড়ি নতুন বছরের প্রথম প্রহরে মানুষের একটি দলকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।’

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সহযোগী সিবিএসের একজন প্রতিবেদক দুর্ঘটনাস্থলে বহু মানুষকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমটিকে জানিয়েছেন, একটি গাড়ি জনগণের ওপর উঠিয়ে দেওয়া হয় এবং এরপর চালক গুলি ছোড়া শুরু করে। পরে পুলিশ পাল্টা গুলি ছোড়ার মাধ্যমে এর মোকাবেলা করে। তবে পুলিশ এখনো এই বিষয়টি নিশ্চিত করেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft