রোববার ৫ জানুয়ারি ২০২৫ ২০ পৌষ ১৪৩১
 

এ বছরই লিভারপুল ছাড়বেন সালাহ    বরিশালের জামাই হচ্ছেন তাহসান    ‘শেখ হা‌সিনা‌কে ফেরতের বিষয়ে এখনও প্রতি‌ক্রিয়া জানায়‌নি ভারত’    ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল    ভারত থেকে রোববার দেশে ফিরছেন ৯০ জেলে    আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা    পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় শাস্তি হবে ট্রাম্পের!   
সৌদি সফরে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি সৌদি আরব গেছেন। এটা তার প্রথম বিদেশ সফর। এ সফরের মধ্য দিয়ে সৌদির সঙ্গে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ খোলার আশা ব্যক্ত করেছেন সিরিয়ার নতুন এই কূটনীতিক।

গতকাল বুধবার (১ জানুয়ারি) রাতে একটি দলসহ রাজধানী রিয়াদে পৌঁছান তিনি।

বিদ্রোহী বাহিনীর সামরিক অভিযানের মুখে গত ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আসাদ আল শাইবানি। এক মাসেরও কম সময়ের মধ্যে প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরব বেছে নিলেন নতুন এই কূটনীতিক।

গতকাল বুধবার (১ জানুয়ারি) সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সিরিয়ার একটি প্রতিনিধি দল দেশটি সফর করছে। প্রতিনিধি দলে আরও থাকছেন প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা ও গোয়েন্দা প্রধান আনাস খাত্তাব। এদিনই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে স্বাগত জানান সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম এল খেরেইজি।

রিয়াদ পৌঁছানোর পর আসাদ আল শাইবানি এক এক্স বার্তায় বলেন, আমি এইমাত্র সৌদি আরব পৌঁছলাম। প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা ও জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান আনাস খাত্তাব স্বাগত জানালেন।

তিনি আরও বলেন, স্বাধীন সিরিয়ার ইতিহাসে এটা প্রথম বিদেশ সফর। এর মাধ্যমে আমরা সিরিয়া-সৌদি সম্পর্কের একটি নতুন ও উজ্জ্বল অধ্যায় খুলতে চাই যা দুই দেশের মধ্যে দীর্ঘ ও অভিন্ন ইতিহাসের কথা বলবে।

এই সফরের আগে সম্প্রতি সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারা সৌদি সংবাদমাধ্যম আল অ্যারাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে সৌদি আরবের বড় ভূমিকা রাখছে। সিরিয়াকে স্থিতিশীল করার জন্য রিয়াদের প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft