প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেল 'ট্রাম্প ইন্টারন্যাশনালের' সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিউ অরলিন্সে নববর্ষের অনুষ্ঠানে ট্রাক চাপা দিয়ে ১৫ জন হত্যার ঘটনার সঙ্গে লাস ভেগাসের এই ঘটনার কোন যোগসূত্র রয়েছে কী না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এখনো এ ধরনের কোন যোগসূত্র পাওয়া যায়নি বলি নিশ্চিত করেন তিনি।
এফবিআই ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, টেসলা ট্রাকের বিস্ফোরণ একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এটি 'জঙ্গি হামলা' কী না, সেটা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা দুইটি।