মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ ২২ পৌষ ১৪৩১
 

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’    অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ    দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ    বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা    মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট    ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক    বেশ কয়েকজন বিচারপতির অনিয়ম পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ হাইকোর্টের   
ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৯:১১ অপরাহ্ন

ছাত্রদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে।

আজ শনিবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলে।

মির্জা ফখরুল বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে। শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলন একই সঙ্গে জনগণের আন্দোলন সব মিলিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তারা যখনই ক্ষমতায় আসে, গায়ের জোরে টিকে থাকতে চায়। দেশের সবকিছু ধ্বংস করে দেয়।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার পাশাপাশি গণতন্ত্র এবং মানুষের অধিকারকে রক্ষা করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। এ বিষয়গুলো সামনে রেখে আমাদের এগুতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের বৈষম্য ও দুর্নীতিকে দূর করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ যেন ভোট দিতে পারে সে ব্যবস্থার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আজকে আমাদের ঐক্য প্রয়োজন। বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রের ঐক্য।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft