মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ ২২ পৌষ ১৪৩১
 

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’    অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ    দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ    বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা    মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট    ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক    বেশ কয়েকজন বিচারপতির অনিয়ম পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ হাইকোর্টের   
রৌমারীতে ট্রাক্টর চালকের ৬ মাসের জেল
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন

রৌমারীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে সাইদুর রহমান (৩৫) নামের এক ট্রাক্টর চালককে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওনির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও। 

জানা গেছে, দীর্ঘদিন থেকে বন্দবেড় মদাব্যাপারীর ঘাটের মৃত্যু আজিজুল হকের ছেলে সাইদুর রহমান বিভিন্ন কৌশলে ফসলি জমিতে থেকে মাটিকেটে ট্রাক্টর দিয়ে বহন করছিলেন। উপজেলায় প্রায় দুই শতাধিক অবৈধ ট্রাক্টর প্রশাসনের নাকের ডগায় ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় দাপিয়ে চলছে। এতে অতিষ্ট হয়ে পড়ছে এলাকাবসি।

এনিয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও ঘটনাস্থলে যান। পরে মাটি ভর্তি ট্রাক্টর চালককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বহন করার সময়ে সাইদুরকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের জেল দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মাটি ভর্তি ট্রাক্টরটি থানায় আটক রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft