শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ২৬ পৌষ ১৪৩১
 

বাংলাদেশে বিনিয়োগের জন্য তুরস্ককে প্রধান উপদেষ্টার আহ্বান    শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো প্রসঙ্গ রিজভীর মন্তব্য    রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০     সরকারি অর্থে কোনো অতিথিকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা    বিডিআর জওয়ানদের মুক্তির দাবীতে শাহবাগ অবরোধ    নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিলো বিএনপি    সকালে লেবু-পানি খেলে মিলবে যেসব উপকার   
সিআরবিতে শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন

চট্টগ্রামে সিআরবি চত্বরে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার সকালে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিকদল সিআরবি চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি রফিকুল ইসলাম। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জননেতা ডাঃ সাহাদাত হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক এডঃ এম আর মনজু।

প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ সাহাদাত বলেন, আগামী নির্বাচনে জয়ের লক্ষে নেতা কর্মিদেরকে সাধারণ জনগনের সাথে সুন্দর আচার ব্যবহার দিয়ে তাদের মনে জায়গা করে নিতে হবে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে তারা রেলকে ধ্বংস করে দিয়েছে এবং তিনি রেলওয়ে সংস্করণ এর ৭ দফা দাবি তুলে ধরেন। 

সাধারণ সম্পাদক এম আর মনজু বলেন, ৫ আগস্টএর আগে যারা শ্রমিক দলের সাথে ছিল তাদের কে অবশ্যই মৃল্যয়ন করতে হবে ফ্যাসিস্ট  সরকার রেলওয়ের উন্নয়ন না করে উল্টো রেল কে বিপদের মুখে ঠেলে দিয়েছে। 

সমাবেশে আরো বক্তব্য রাখেন- জনাব আবুল হোসেন বক্কর সাবেক সদস্যসচিব চট্টগ্রাম মহানগর বিএনপি, জনাব শফিকুর রহমান স্বপন 
যুগ্ন আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি।   

এছাড়া আরো উপস্থিত ছিলেন- হেলাল হোসেন (হেলাল) সাবেক সভাপতি খুলশি থানা যুবদল, মো: শাহাবুদ্দিন রেলওয়ে শ্রমিক দল প্রচার সম্পাদক, জহিরুল ইসলাম সহ-সভাপতি, মোঃ কামাল হোসেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মারুফ বিভাগীয় সমন্বয়ক, মনির আহমদ, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, সিআরবি শাখার সভাপতি আবুল  কালাম, সম্পাদক কাউসার হোসেন, ষোলশহর শাখা সাঃ সম্পাদক মোঃ মনছুর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজম, জেটি শাখা সভাপতি সাবের সম্পাদ সুমন, কারখানা শাখার সভাপতি ইউসুফ রশিদী, সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ ইসলাম, ডি আর এম শাখা সভাপতি আব্দুল মালেক, সিসিএস শাখা সম্পাদক কামাল, ডিজেল সপ শাখার সভাপতি রুবেল হোসেন, সম্পাদক সাদ্দাম হোসেন, মহানগর শাখার সম্পাদক ফিরোজ, ওপেন লাইন শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সাখাওয়াত হোসেন, ষোলশহর শাখা গেইটকিপার সভাপতি জাবেদুল হক মোঃ ইলিয়াস নবী বাদশা, কদমতলী শাখার সভাপতি সোহান, সম্পাদক আওয়াল নিউ স্টোর ডিপো শাখা সভাপতি মোহাম্মদ আবু তালেব বাদক আরিফুর রহমান প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft