প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন
কাপাসিয়া উপজেলার কাশেরা গ্রামের ব্যবসায়ী মাসুদ রানার পরিবারের উপর হামলা ও ভাংচুর করেছে চাচা কবির হোসেনের নেতৃত্বে ১০ জন দুর্বৃও্ব। গতকাল মঙ্গলবার দুপুরে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেন আহত মাসুদ রানার ৬০ বছরের বৃদ্ধ মা আছমা খাতুন।
থানার অফিসার এসআই সোহাগ হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
এজাহার ও বাদী জানান, জমি নিয়ে বিরোধে পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার সকালে কবির হোসেন গংরা জমিতে কাজ করতে গেলে ভাতিজা মাসুদ রানার লোকজন বাঁধা প্রদান করেন। এতে দুই পক্ষের মাঝে কথা-কাটাকাটি ও মারামারি হয়। উভয় পক্ষের ৪ জন আহত হয়।গুরুতর আহত মাসুদ রানা (২৯)কে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অপর দিকে কবির হোসেনের স্ত্রী নাসিমা খাতুনকে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাসুদ রানা জানান, কবির হোসেন খুবই খারাপ প্রকৃতির লোক, যেকোন সময় আমার ও আমার পরিবারের সদস্যদের হত্যাসহ বিভিন্ন ক্ষতি করতে পারে।
বিবাদি কবির হোসেন বলেন, ঘটনাটি ষড়যন্ত্র মূলক আমি কাউকে আহত করিনি।
স্থানীয় টোক ইউপির রোকন মেম্বার বলেন, আমি মারামারির কথা শুনেছি। উভয় পক্ষের সাথে কথা বলে মিমাংসা চেষ্টা করবো।