চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের স্বপ্ন বুনে যাচ্ছে দেশবাসী। সেই স্বপ্নের পরিধি বাড়িয়ে দিতে নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকরা। যার ধারাবাহিকতা বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তারকাবহুল এক কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।
‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে এই কনসার্টে আজ জনপ্রিয় সব গান শোনাবেন নন্দিত কণ্ঠশিল্পী জেমস, খুরশীদ আলম, বেবী নাজনীন, কনকচাঁপা, আসিফ অকবর, মনির খান, কনা, ইমরান, প্রীতম হাসান, জেফার, ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল এবং সোলসের তারকা শিল্পী পার্থ বড়ুয়া, আর্কের হাসান, নিউ ইভসের নাসির, ডিফরেন্ট টাচের মেজবাহসহ আরও কয়েকজন শিল্পী।
আয়োজকরা জানান, এবারের বিজয় দিবসকে সর্বজনীনভাবে উদযাপন করার লক্ষ্যে এই কনসার্টের পরিকল্পনা। আজ দুপুর ১২টায় শুরু হবে কনসার্ট। চলবে সন্ধ্যা-রাত পর্যন্ত। সবশ্রেণির দর্শকের জন্যই উন্মুক্ত থাকবে এই সংগীতায়োজন।
নগর বাউল তারকা ও দেশসেরা রকস্টার জেমসের কথায়, ‘আজ গান হবে লাখো জনতার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে।’
ব্ল্যাক ডায়মন্ডখ্যাত শিল্পী বেবী নাজনীন বলেন, ‘অনেক দিন পর দেশের মাটিতে বড় একটি কনসার্টে গাইতে যাচ্ছি, শিল্পী হিসেবে এটি আমার অন্যরকম ভালো লাগার। বিজয় দিবসকে ঘিরে এমন বর্ণাঢ্য আয়োজনে অনেক দিন চোখে পড়েনি। আশা করছি, এই আয়োজনের দর্শক শ্রোতার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
শিল্পী মনির খানের কথায়, স্বৈরশাসকের বন্দিদশা থেকে বহুবছর পর দেশের মানুষ মুক্ত হয়েছে। তাদের সেই মুক্তির উল্লাস আজ গানে গানে আরও জোরালো হয়ে উঠুক, এটাই আমাদের চাওয়া।’
আসিফ আকবর বলেন, ‘দল মত নির্বিশেষে সবার জন্যই আজকের এই আয়োজন। বিজয় দিবস সমগ্র বাঙালির, এই দেশবাসীর। চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সবাইকে এক কাতারে নিয়ে এসেছে, তারই সাক্ষ্য দেবে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট। তাই এই আয়োজন নিয়ে আমি এবং আমরা সবাই ভীষণ আশাবাদী।’
আসিফ আকবরের পাশাপাশি আশার কথা শুনিয়েছেন শিল্পী খুরশীদ আলম, কনকচাঁপা, পার্থ বড়ুয়া, ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন সদস্যদের পাশাপাশি কনসার্টে অংশ নেওয়া অন্যান্য শিল্পী ও মিউজিশিয়ানরা।
শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিজয় দিবস উপলক্ষে আরও বেশ কিছু কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে তারকাশিল্পী ও প্রথম সারির ব্যান্ডগুলোর পাশাপাশি তরুণরাও পারফর্ম করবে। ব্যান্ড অবসকিওর বিরতি ভেঙে বিজয় দিবস উপলক্ষ আজ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত কনসার্টে অংশ নেবে। দেশে না থাকলেও ব্যান্ড চিরকুট ইংল্যান্ডের র্যা মফোর্ডের মে ফেয়ারে ‘ভিক্টর ডে অব বাংলাদেশ: লাইভ ইন লন্ডন’ কনসার্টে পারফর্ম করবে।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কনসার্টে আজ এবং আগামীকাল পারফর্ম করার কথা রয়েছে শিল্পী, বিউটি, সালমা, আতিক, মিনার, কিশোর, ব্যান্ড লালন, অ্যাভয়েড রাফাসহ আর বেশ কিছু শিল্পী ও ব্যান্ডের শিল্পী ও মিউজিশিয়ানদের কথায় আজ এবং বিজয়ের মাসের পুরো সময়টা ব্যস্ততায় কাটবে তাদের। যার মধ্য দিয়ে গানের ভুবন নতুন করে প্রাণের সঞ্চার ঘটবে বলেই তাদের বিশ্বাস।