বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ২৫ পৌষ ১৪৩১
 

চট্টগ্রামে আদালত থেকে হারিয়ে যাওয়া নথি ভাঙারির দোকান থেকে উদ্ধার    সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪    আলিয়া মাদরাসার অস্থায়ী আদালতে আগুন, সড়ক অবরোধ    ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জন নিহত    গুরুতর অপরাধ ছাড়া বাদ পড়া বাকিরা নিয়োগ পাচ্ছেন    ট্রাইব্যুনালে বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ     শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা   
বিচ্ছেদ সম্পন্ন করলেন বেন-জেনিফার
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১:৫২ অপরাহ্ন

বিবাহবিচ্ছেদ সম্পন্ন করলেন বেন অ্যাফলেক এবং জেনিফার লোপেজ। লস অ্যাঞ্জেলেস কান্ট্রি সুপেরিয়র কোর্টে গত সোমবার তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। অনেক দিন ধরেই দুজনের মধ্যকার সম্পর্ক নড়বড়ে হওয়ার গুঞ্জন ছিল। বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি সিনেমার প্রমোশনেও এক অন্যকে ছাড়াই বেন ও জেনিফারকে দেখা যেত।

এমনকি সে সময় তাদের কথাতেও ভাঙনের সুর আন্দাজ করেছিলেন নেটিজেনরা। এবার দ্বিতীয় দফায় বিবাহবিচ্ছেদ করলেন বেন এবং জেনিফার। এর আগে ২০০৩ সালে তাদের মধ্যে ‘ক্রাইম ক্যাপার গিগলি’ নামক সিনেমার শুটিং চলাকালে সখ্য গড়ে উঠেছিল। তখন তারা একত্রে সংসার শুরু করার কথাও ভেবেছিলেন। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি, বরং এক বছরের মাথায় ২০০৪ সালে তাদের সম্পর্ক ছিন্ন হয়।

প্রায় দুই দশক পর তারা পুনরায় নিজেদের মধ্যে পুরোনো ভালোবাসা পুনরুজ্জীবিত করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে এবারও তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি।

২০২৪ সালের ২০ আগস্ট বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার লোপেজ। বিচ্ছেদের কারণ হিসেবে ‘অসামঞ্জস্যপূর্ণ পার্থক্য’ উল্লেখ করেছেন।

এদিকে আদালতের দস্তাবেজে জেনিফার উল্লেখ করেছেন, তাদের যৌথ, আধা-যৌথ সম্পদ এবং আলাদা সম্পত্তির পরিমাণ এখনো অজানা এবং এটি পরবর্তীকালে নির্ধারণ করা হবে।

যদিও জেনিফার এখন আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন, তবে পেশাগত জীবনে তারা একে অন্যের সঙ্গে যুক্ত আছেন। অভিনেত্রী বর্তমানে অ্যাফলেকের প্রযোজনায় দুটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমা দুটির নাম আনস্টপেবল এবং কিস অব দ্য স্পাইডার ওমেন।

জেনিফার লোপেজের তিনবার বিয়ে হয়েছে এবং তার ১৬ বছর বয়সী যমজ সন্তান এমি ও ম্যাক্স, যারা তার সাবেক স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে রয়েছে।

অন্যদিকে অ্যাফলেকের আগে জেনিফার গার্নারের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই ঘরে তার তিনটি সন্তান ভায়োলেট (১৮), সেরাফিনা (১৫) ও স্যামুয়েল (১২) রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft