গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধাঁধার চরে গহীন জঙ্গলে নাশকতার গোপন বৈঠক থেকে পালিয়ে যাওয়ার দু'দিন পর এক যুবকের লাশ রোববার দুপুরে শীতলক্ষ্যা নদীর রানীগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মৃত শাওন ইসলাম (২৫) শিবপুর উপজেলার লাখপুর গ্রামের প্রবাসী দিদারুল ইসলামের একমাত্র পুত্র।
থানা পুলিশ লাশ উদ্ধার করে রোববার বিকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
জানা যায়, গত শুক্রবার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (হিরন মোল্লা) এর নেতৃত্বে বিভিন্ন এলাকার আওয়ামী দলীয় কর্মীদের ধাঁধার চরের গহীন জঙ্গলে জড়ো করেন। তারা বিজয় দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছিল । খবর পেয়ে এলাকাবাসী ঘেরাও দিয়ে মাঝ নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে ১২ জন আওয়ামীলীগ দলীয় কর্মীদের আটক করেন। এ সময় মৃত শাওন ইসলাম সহ বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তখন থেকেই শাওন নিখোঁজ ছিল বলে তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে শনিবার কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। রোববার সকাল থেকে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি দল এবং টঙ্গীর ডুবুরি দল কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে শাওনের মৃতদেহ উদ্ধার করে।
আটককৃতরা হলেন- ঘাগটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের মতিউর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকন (৩০), তালতলা গ্রামের মনির হোসেনের ছেলে স্থানীয় ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মারুফ (২৫), খিরাটি গ্রামের আমির উদ্দিন মাঝির ছেলে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান মাঝি (৪২), খিরাটি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শামসুল আলম (৫২), জয়নাল আবেদীনের ছেলে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ (৪৫), কামারগাঁও গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম মোল্লা (৪৬), খিরাটি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও গ্রামীণ ব্যাংকের আশুলিয়া শাখার সিনিয়র কর্মকর্তা ইলিয়াস আহমেদ (৪৫)। সে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। পার্শ্ববর্তী লাখপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দুলাল মিয়া (২২), শালদৈ গ্রামের আব্দুল খালেকের ছেলে স্থানীয় আওয়ামীলীগের সদস্য লোকমান মোল্লা (৪২), কামারগাঁও গ্রামের ছানাউল্লাহর ছেলে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য রাশিদুল আলম (৪৪), কামারগাঁও গ্রামের দবির মাস্টারের ছেলে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাপাসিয়া উপজেলা পোস্ট মাস্টার শরিফ (৪১), শালদৈ গ্রামের আইন উদ্দিনের ছেলে জিহাদ (২৪)।
এব্যাপারে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলাইমান মোল্লা বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বড়ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগে উল্লেখ করেন।
এছাড়াও অভিযোগে বলা হয়, স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণের সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা মিলে পাঞ্জাবি-টুপি পড়ে শাঁখা সিঁদুর পড়া মহিলাদের হিন্দু সাজিয়ে হামলা ও নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করা। পরে সেগুলো আন্তর্জাতিক ভাবে প্রচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনার অভিযোগ করা হয়েছে।
মৃত শাওন ইসলামের পিতা দিদারুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান হারুন অর রশিদ হিরন মোল্লা তার নানার বাড়ির সুবাদে লাখপুর এলাকায় দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন। তারই প্ররোচনায় চাচাত শ্যালক রাকিব ফুঁসলিয়ে শাওনকে ওই স্থানে নিয়ে যায়। পিকনিক করবে তাই বিরানি রান্না করে দেয়ার কথা বলে নিয়ে যায়। মিথ্যা কথা বলে শাওনকে আওয়ামীলীগের লোকজনের গোপন বৈঠকে নিয়ে যায়। সে এইচএসসি পাস করে বাড়িতে একটি পোল্ট্রি খামার পরিচালনা করছিল।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ জনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া শাওন নামে একজনের মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।