প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৮:০৬ অপরাহ্ন
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে বাস চাপায় অজ্ঞাত একজন পথচারী নিহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর রোববার সকাল ১০ টায় রাজবাড়ী হতে ঢাকাগামী সোসার্দ্য পরিবহন যার নাম্বার-০০৫৪ গাড়ি পথচারীর উপর দিয়ে চালিয়ে দেয়। ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার এসআই মো. জুয়েল শেখ বলেন, দৌলতদিয়া এলাকায় বাস চাপায় এক পথচারীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি তবে স্থানীয়দের কথায় বুঝতে পেরেছি লোকটি গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। মৃত দেহটি হাইওয়ে থানায় নিয়ে যাচ্ছি। পরিচয় সনাক্ত হলে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।