প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন
গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে।
জানা গেছে, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাড়কের চামটা নামক স্থানে নয়ন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় ত্রিমন বালা(৩০) নামে একজন ইজিবাইক চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে।
নিহত ত্রিমন বালা কলিগ্রামের সৌমেন বালার ছেলে।
ঘাতক বাসটি যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিলো। বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর পর ইজিবাইককে চাপা দিলে চালক ত্রিমন বালা নিহত হন বলে জানান, বৌলতলী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো: আফজাল হোসেন।
এদিকে গতকাল দিবাগত মধ্যরাতের পর কাশিয়ানি উপজেলার ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় দেলোয়ার মোল্লার বাড়ীর পাশ দিয়ে একটি প্রাইভেট কার ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক পলাশ মোল্লা (৩৬) নিহত হয়েছেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা রাতেই প্রাইভেটকারের জানালার গ্লাস ভেঙে পলাশ মোল্লাকে বের করে কাশিয়ানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত পলাশ মোল্লা দক্ষিণ ফুকরা গ্রামের সিদ্দিকুর মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, নিহত উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।