প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:২০ অপরাহ্ন
চট্টগ্রামের সন্দ্বীপে তামজিদুল আলম ফরহাদ (৩৭) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করছে সন্দ্বীপ থানা পুলিশ। আজ বুধবার বিকেলে মগধরা ইউনিয়নের পেলিশ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সন্দ্বীপ থানা পুলিশের এ এস আই শাহাজাহানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, তামজিদুল আলম ফরহাদ মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত আবদুল মান্নানের পুত্র।
সন্দ্বীপ থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে পেলিশ্যবাজার এলাকায় রয়েছে তাকে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ২০২১ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এবং তার বিরুদ্ধে সন্দ্বীপ থানার মামলা নং ৬(০১)২০১৭ ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ৯(ক) এর ১ বছরের সাজা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয় বলে ভ (ওসি)।