শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ    জামায়াত নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামের মামলা    সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে    শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন    একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: ড. ইউনূস    সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির    বাতিল হলো "জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩"   
যে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন

রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেতে চলেছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘উইকেড’ সিনেমার নায়িকা আরিয়ানা গ্রান্ডে। গত বুধবার পাল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এ ঘোষণা দেওয়া হয়। চলচ্চিত্র উৎসবটি শুরু হবে আগামী বছর ২ জানুয়ারি, চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। খবর: হলিউড রিপোর্টার।

ফেস্টিভ্যাল পরিচালক নাচত্তর সিং চাঁন্দি আরিয়ানার পুরস্কার পাওয়ার বিষয়ে বলেন, “উইকেড সিনেমায় আরিয়ানা গ্রান্ডের ‘গ্লিন্ডা’ চরিত্রটি তার অভিনয়কে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সিনেমায় সে তার চরিত্র নিখুঁতভাবে দর্শকদের মধ্যে তুলে ধরেছে এবং তার বহুমুখী প্রতিভার প্রমাণও রেখেছে এ অভিনয় দক্ষতার মাধ্যমে। আমরা আরিয়ানাকে রাইজিং স্টার অ্যাওয়ার্ড দিয়ে তাকে সম্মানিত করতে পেরে গর্বিত।” এর আগে পাল্ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেয়েছেন গ্যাল গ্যাডট (ওয়ান্ডার ওম্যান), টেরেন্স হাওয়ার্ড (হাসেল অ্যান্ড ফ্লো), আনা কেন্ড্রিক (আপ ইন দ্য এয়ার), স্কারলেট জোহানসন (লস্ট ইন ট্রান্সলেশন), জেনিফার লরেন্স (উইন্টারস বোন) এবং আলিসিয়া ভিকান্ডার (দ্য ডেনিশ গার্ল এবং এক্স মাচিনা)।

এদিকে হাওয়ার্ড, লরেন্স এবং কেন্ড্রিক পরে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন এবং ভিকান্ডার সেরা সহঅভিনেত্রী বিভাগে অস্কার জয় করেন।

জন এম চু পরিচালিত ‘উইকেড’ সিনেমার প্রথম ভাগ মুক্তি পায় গত ২২ নভেম্বর। এ সিনেমায় গ্রান্ডেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করা হয়, যেভাবে আগে কখনোই দেখেননি দর্শকরা। এ সিনেমায় আরও অভিনয় করছেন জোনাথন বেইলি, মিশেল ইয়ো, জেফ গোল্ডব্লাম, পিটার ডিঙ্কলেজ, বোওয়েন ইয়াংসহ আরও অনেকে।

শিশুশিল্পী হিসেবে আরিয়ানা গ্রান্ডের অভিনয় জীবন শুরু হয় ব্রডওয়ের ‘মিউজিক্যাল ১৩’-এর মাধ্যমে। এ ছাড়া ২০২১ সালে গ্র্যান্ডে ‘ডোন্ট লুক আপ’-এ অভিনয় করেন। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি তিনি একজন জনপ্রিয় আন্তর্জাতিক পপ তারকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft