প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৫:২১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ ভারতীয় পণ্যের বিশাল চালান জব্দ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের বিরুদ্ধে সাফল্য অর্জন। সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) বিশেষ টহলদল।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোর রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির চান্দুরা বাইপাস এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ৪৩ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত পণ্য:ভারতীয় সিগারেট: ৬৪৬ কার্টুন চশমা: ১,৩৭০ পিস, জনশন বেবি সোপ: ১,৭৫০ পিস, কাবেরী মেহেদী: ২,৮৭০ পিস, কুয়াকার ওট্স (শিশুখাদ্য): ৬৩ কেজি।
বিজিবি জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়, তবে ফেলে যাওয়া অবৈধ পণ্যগুলো নিয়ম অনুযায়ী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৩,৭৪,৪০০ টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।