প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ন
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটি গঠন হতে পারে যে কেনো সময়।কমিটি গঠন প্রক্রিয়া কেমন চলছে তা জানার জন্য গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ইতিমধ্যেই পূর্ববর্তী কমিটি বাতিল করা হয়েছে।
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার আরও জানিয়েছেন গত ৭ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কমিটিও বিলুপ্ত করা হয়। একই প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ২৮ নভেম্বরের মধ্যে একটি এডহক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। এডহক কমিটিতে একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি এবং আটজন সদস্য রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড.কবির মো: আশরাফ আলম ওই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন । গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটি গঠনের কার্যক্রম কতদুর এগিয়েছে তা বলতে পারবো না। তবে আমি মহাসচিবের কাছ থেকে চিঠি পেয়েছি গত ১৮ নভেম্বর তারিখে। চিঠি পাওয়ার পর আমি এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করে পরামর্শ চেয়েছি। তিনি আমাকে গোপালগঞ্জের সিভিল সার্জনের সাথে যোগাযোগ করতে বলেছেন।আমি আজ রোববার সিভিল সার্জনের সাথে দেখা করে চিঠি হস্তান্তর করবো।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা.মাসুদ রানাকে জিজ্ঞাসা করা হলে তিনি গতকাল শনিবার বলেন,আমি এখনও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বা গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট অফিসারের কাছ থেকে কোনো চিঠি পাইনি। চিঠি পেলে জেলা প্রশাসক মহোদয়ের সাথে পরামর্শ করেই কমিটি গঠন প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
এদিকে বিগত সরকারের ফ্যাসিষ্ট নেতাদের দিয়ে রেড ক্রিসেন্টের কমিটি পরিচালনায় কেবল স্বজনপ্রীতি ও রাজনীতিকিকরনের চেষ্টা চলেছে বলে গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের অনেক আজীবন সদস্য জানিয়েছেন। দীর্ঘ ১৬ বছর কুক্ষিগত করে রাখা হয় গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় । দলীয় লোক আর কমিটির বিভিন্ন পদধারী ব্যাক্তিদের আত্মীয়-স্বজনদের দাপটে সাধারন মানুষের কোনো প্রবেশাধিকার সেখানে ছিলনা বলেও জানান কয়েকজন আজীবন সদস্য।