মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

সংবিধানে সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার    বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসের নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন    ক্ষোভ-বিক্ষোভে বাড়ছে নৈরাজ্য-আতঙ্ক : জনজীবন বিপর্যস্ত    বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২   
হতাহতের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: হাসনাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ন

গত ৫ আগস্ট পরবর্তী হতাহতের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন পটুয়াখালীর দশমিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ রোববার (১৭ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ এলাকার শাহাবুদ্দিন মাস্টারের ছোট মেয়েকে বিয়ে করার পর এই প্রথম দশমিনায় গেলেন।

এ দিন বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জিহাদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন।

এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়কালে বেশি নির্যাতিত হয় বিএনপি। বিএনপি নেতাকর্মীদের রাজপথে বিভিন্ন সময় আন্দোলনে দেখা যায় এবং ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের নানাভাবে মিথ্যা মামলা, হামলা ও জেল জুলুম করে হয়রানি করে।

বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিষয় হাসনাত বলেন, ৫ আগস্ট পরবর্তী হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হতে পারে না। আমরা ওই হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জনগণকে নিয়ে পুনরায় যা করার করব। ফ্যাসিস্ট সরকার পালানোর পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য বারবার আমরা বলে যাচ্ছি। আরও কিছুটা সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই ফাউন্ডেশন সংগঠনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি সরকারের বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন।

এসময় তার সঙ্গে ছিলেন শহীদ জিহাদের বাবা নূরু হোসেন মোল্লা, চাচা রুহুল আমিন মোল্লা, আল-আমিন মোল্লা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ ছাত্রদলের নেতাকর্মীরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft