প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ন
গোপালগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশা নিধন কর্মসূচি হাতে নিয়েছেন পৌর প্রশাসক ও গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির।
আজ রোববার সকাল থেকে কার্যক্রম শুরু হয়। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশা নিধনের জন্য ফগার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করা হয়।
তারপর একে একে গোপালগঞ্জ চক্ষু ইন্সটিটিউট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি,টিটিসি,পিটিআই,শেখ রেহানা টেক্সটাইল কলেজ,গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তর এলাকায় মশা নিধনের ঔষধ স্প্রে করা হয়।
গত ১৪ নভেম্বর ফগার মেশিন দিয়ে মশা নিধন কর্মসূচি শুরু করা হয়। পৌরসভার সকল সরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়ি,বাজার এলাকা,সরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি এলাকায়। ডেঙ্গু, ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগসমুহ থেকে সুরক্ষা পেতে পৌর কর্তৃপক্ষ এ কর্মসূচি হাতে নিয়েছে।