প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩:৪০ অপরাহ্ন
গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে ২৬ বস্তা ড্যাপ, টিএসপি ও মপ সার পার্শ্ববর্তী জয়পুরহাটের কলাই উপজেলায় পাচারকালে পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত সার উপজেলার ডুগডুগিহাট বাজারের সারের ডিলার শফিক এর মাধ্যমে ঘোড়াঘাট উপজেলার কৃষকদের মাঝে বিক্রয় করার ব্যবস্থা নেওয়া হয় এবং সার পাচারকারী জয়পুরহাট জেলার কৃষক আব্দুল আজীজকে ৩ হাজার টাকা জরিমানা করে ১ম বারের মতো সাবধান করে দেওয়া হয়।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় জুম্মার নামাজের পূর্বে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ।
অভিযান পরিচালনাকালে উপজেলার রানীগঞ্জ ও ডুগডুগিহাট বাজারের কয়েকটি সারের ডিলার ও কীটনাশক-এর দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় রানীগঞ্জের সার ডিলার বজলুর রশিদ বাবুকে ২০ হাজার টাকা, ডুগডুগিহাট বাজারের কীটনাশক ব্যবসায়ী আমিনুর রহমান বোরহান ও সুজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এসময় ঘোড়াঘাট উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য জেলা বা উপজেলায় বিক্রয় না করতে, সারের মূল্য তালিকা টানাতে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার, বীজ বা কীটনাশক বিক্রয় না করতে, মেয়াদোত্তীর্ণ সার বা কীটনাশক বিক্রয় না করতে এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য নিয়ম নীতি অনুসরণ করতে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান ও ঘোড়াঘাট থানার এসআই কাজল রায়ের
নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশ।