মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২:০৯ অপরাহ্ন

তীব্র মাত্রায় বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লির জনজীবন। শহরটির এয়ার কোয়ালিটি বা বায়ুরমান (একিউআই) ৫০০ ছুঁইছুঁই করছে, যা মানবস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। 

স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৭টায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দূষিত এই শহরটিতে বায়ুমান নির্ধারিত হয়েছে ৪৯৮। এমন পরিস্থিতিতে শহরের সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধের পর অনলাইনে ক্লাস চালু করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে তীব্র দূষণ প্রতিরোধে দেয়া হয়েছে একাধিক নির্দেশনা। খবর এনডিটিভির।

জানা গেছে, দূষণের প্রকোপে দিল্লির জাহাঙ্গীরপুর, বাওয়ানা, ওজিরপুর, রোহিনী, পাঞ্জাবিবাগে বায়ুদূষণের ৪৫০-৪৯০ এর মধ্যে উঠানামা করছে। দিল্লি ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে পরিস্থিতি ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে। বেশিরভাগ জায়গাতে দৃশ্যমানতা কমে ৫০০ থেকে ৮০০ মিটারে চলে এসেছে। এতে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে যান ও বিমান চলাচল। এই কারণেই বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নয়াদিল্লিতে বায়ুদূষণ মোকাবিলায় শুক্রবার সকাল ৮টা থেকেই কার্যকর হতে চলেছে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি-থ্রি’। নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশিকা মেনে চলতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো- প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে পাঠদান শুরু।

যে অস্বাভাবিকহারে দূষণ বাড়ছে, তাতে বাসার বাইরে যাওয়ার উপায় নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে শিশু-কিশোররা।  তাই শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে পাঠদান কর্মসূচি চলবে। একইসঙ্গে বলা হয়েছে, জরুরি নয় এমন নির্মাণকাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। তবে জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা ও কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজ এই বিধিনিষেধের বাইরে থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft