মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ কারাগারে : ভারত সরকারের প্রতিবাদ     বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান    বশেমুরবিপ্রবিতে চলেছে পরিচ্ছন্নতা অভিযান     কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১     আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার   
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন এফ কেনেডি জুনিয়র
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২:০৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের সন্তান রবার্ট এফ কেনেডি জুনিয়রকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেনেডি জুনিয়রের পরিবারের সদস্যরা ট্রাম্পের বিরোধী পক্ষের হলেও তিনি ট্রাম্পকেই সমর্থন করেন।

গতকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের যেকোন প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা এবং স্বাস্থ্য। স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ ক্ষতিকারক রাসায়নিক, দূষণকারী, কীটনাশক, ফার্মাসিউটিক্যাল পণ্য এবং খাদ্য সংকট থেকে রক্ষায় সাহায্য করার জন্য একটি বড় ভূমিকা পালন করবে। কেনেডি এই সংস্থাগুলোকে গোল্ড স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক রিসার্চের ঐতিহ্য এবং স্বচ্ছতার আলোকসজ্জায় পুনরুদ্ধার করবেন। দীর্ঘস্থায়ী মহামারিকে শেষ করতে এবং আমেরিকাকে আবার মহান ও সুস্থ করে তুলতে ভূমিকা রাখবেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর একটি বিবৃতিতে কেনেডি জুনিয়র দুর্নীতি থেকে মুক্তি দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বচ্ছতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি ৮০ হাজারেরও বেশি কর্মচারীর সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি, যাতে কর্পোরেট ক্যাপচারের কালো মেঘ থেকে এজেন্সিগুলিকে মুক্ত করা যায়। যাতে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের আবারও পৃথিবীতে সবচেয়ে স্বাস্থ্যকর মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের মিশনটি চালিয়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের ছেলে রবার্ট এফ কেনেডি জুনিয়র। পেশায় পরিবেশবাদী আইনজীবী তিনি। রবার্ট এফ কেনেডি জুনিয়রের পরিবারের অধিকাংশ সদস্যকেই তাঁর ভ্যাক্সিন-বিরোধী দৃষ্টিভঙ্গি ও ষড়যন্ত্র তত্ত্বের বিরুদ্ধে কথা বলতে এবং জো বাইডেনের পুনর্নির্বাচনকে সমর্থন করতে দেখা যায়। তবে তিনি শেষপর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেই সমর্থন করার সিদ্ধান্ত নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft