সাফ উইমেন’স ফুটসালে মালদ্বীপকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:৪৫ পিএম

থাইল্যান্ডের ব্যাংককে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। রোববার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগের ষষ্ঠ ও শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস লেখে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে মালদ্বীপ লিড নিলেও দ্রুতই খেলায় ফেরে সাবিনা ও মাসুরাদের দল। এই জয়ের মাধ্যমে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় বাংলাদেশকে শিরোপার দৌড়ে অনেকখানি এগিয়ে দিয়েছিল।

টুর্নামেন্টজুড়ে অদম্য থাকা বাংলাদেশ দল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। মালদ্বীপের বিপক্ষে ১৪ গোল করার আগে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই চারটি গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

আরও পড়ুন : সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা বিসিবির

পাকিস্তানের বিপক্ষে সেই একপেশে ম্যাচে সাবিনা ছাড়াও নুসরাত জাহান জোড়া গোল করেন এবং কৃষ্ণা রানী সরকারও জালের দেখা পান। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে থেকে সাবিনারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন। মালদ্বীপের বিপক্ষে আজকের শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিল, কিন্তু অপ্রতিরোধ্য বাংলাদেশ জয় দিয়েই নতুন এই সংস্করণের ট্রফি নিজেদের ক্যাবিনেটে তুলল।

সাফ উইমেন’স ফুটসালের এই যাত্রায় ভারত ও ভুটানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেছনে ফেলে এসেছে সাইদ খোদরহমির শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করার পর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল বাংলাদেশ। 

তবে পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে তারা শিরোপার দাবিদার হিসেবে শক্ত অবস্থান তৈরি করে। মূলত পাকিস্তানের বিপক্ষে জয়ের পরই সাবিনা এবং তার দল সাত দলের টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে চলে যায়, যা মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেতে তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।

আরও পড়ুন : বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান

ফুটসালের এই নতুন ফরম্যাটে বাংলাদেশের মেয়েরা তাদের সামর্থ্যের প্রমাণ দিল এমন এক সময়ে যখন তারা ইতিমধ্যেই সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এই জয়ের ফলে দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের শ্রেষ্ঠত্বে আরও একটি নতুন মাত্রা যুক্ত হলো। 

পুরো টুর্নামেন্টে সাবিনা খাতুনের অসাধারণ নেতৃত্ব এবং মাঠের পারফরম্যান্স বাংলাদেশের এই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে। অপরাজিত থেকে এমন একটি মর্যাদাপূর্ণ শিরোপা জয় দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft