সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা বিসিবির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে এখন থেকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হবে। আসন্ন সিরিজ ও ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনায় আবারও সাকিবকে দলে চায় বিসিবি।

সামগ্রিক পরিস্থিতি ও দলের প্রয়োজন বিবেচনায় নিয়ে সাকিবকে পুনরায় জাতীয় দলের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সামনে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সাকিবের অভিজ্ঞতা ও অলরাউন্ড সক্ষমতা জাতীয় দলের জন্য এখনো গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। সুতরাং সাকিব যদি ফিট থাকেন, তবে তাকে জাতীয় দলে রাখতে চায় বিসিবি।

আরও পড়ুন : বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান

এ ব্যাপারে বিসিবি পরিচালক  ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, 'সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইলিবিলিটি, ফিটনেস সাপেক্ষে দলে নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করবে নির্বাচক কমিটি।'

এ ব্যাপারে আরেক বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, 'সাকিবের ব্যক্তিগত ইস্যু কিভাবে কি হবে এটা সরকারের ব্যাপার।

আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। সাকিবের সাথে আমাদের কথা হয়েছে। সে জানিয়েছে আমাদের চুক্তিতে সে আগ্রহী, খেলতে চায়।'

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft