বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:৩২ পিএম

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে প্রথমবারের প্রকাশ্যে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান বলেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আইসিসির বোর্ড সভাতেও আমি একই কথা বলেছি। দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়-একটি দেশ যখন খুশি যেমন সিদ্ধান্ত নিতে পারবে আর আরেক দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ বিপরীত আচরণ করা হবে, এটা হতে পারে না।”

তিনি আরও বলেন, “এ কারণেই আমরা এই অবস্থান নিয়েছি যে, বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপে খেলতে দিতে হবে। তারা একজন বড় অংশীদার (স্টেকহোল্ডার) এবং তাদের প্রতি এ ধরনের অবিচার করা উচিত নয়।”

আরও পড়ুন : আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

এমন প্রশ্নের জবাবে নাকভি বলেন, “বাংলাদেশ পাকিস্তানের মতোই একজন সদস্য। আমাদের অবস্থান হলো-পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে যদি এই সুবিধা দেওয়া হয়ে থাকে, তাহলে বাংলাদেশকেও একই সুবিধা দিতে হবে।” 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে আইসিসি। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। বাংলাদেশের দাবি ছিল, তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরানো হয়। আইসিসি সেই দাবি মানেনি। সূত্র: ডন

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft