প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে আর তার বক্তব্য শুনতে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ শুরু হবে রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায়। সভা শুরুর ৩-৪ ঘণ্টা আগেই মঞ্চের সামনের অংশ পূর্ণ হয়ে গেছে।
জনসভা ঘিরে ভোর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ ভরে যাচ্ছে। এদিকে মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু মঞ্চের সামনের অংশে বসতে কর্মীদের চাপ থেমে নেই। উৎসবের আমেজে যেন কর্মীদের সবাই উচ্ছ্বসিত। জেলা, উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনসহ মিছিলে নানা স্লোগান দিয়ে কর্মীরা প্রবেশ করছেন পলোগ্রাউন্ড মাঠে।
দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হোটেল রেডিসন ব্লুতে একটি ইয়ুথ সম্মলনে অংশগ্রহণ শেষে রওয়ানা দেবেন পলোগ্রাউন্ড মাঠে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। বেলা সাড়ে ১১টায় তারেক রহমান পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন বলে নেতারা জানান।
প্রসঙ্গত, দীর্ঘ ২০ বছর পর শনিবার রাতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় এই পলোগ্রাউন্ড মাঠেই তার মা খালেদা জিয়ার জনসভা হয়েছিল।
উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব।
জ/দি