ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রেপ্তার
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেউড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে উভয় পক্ষের নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দেউড়া গ্রামে কালার গোষ্ঠী ও ধন মিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কালার গোষ্ঠীর সদস্য মাসুক মিয়া (৪০) আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জুম্মার নামাজের পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে সরাইল আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মারুফের নেতৃত্বে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ধন মিয়ার গোষ্ঠীর চারজন এবং কালার গোষ্ঠীর সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : দাগনভূঞা অসুস্থ প্রবীন বিএনপি নেতার পাশে আবদুল আউয়াল মিন্টু

গ্রেপ্তারকৃতদের মধ্যে ধন মিয়ার গোষ্ঠীর নাসিমা আক্তার, আরিদা আক্তার পাখি, শারমিন আক্তার ও শাহজাদি বেগম এবং কালার গোষ্ঠীর চাদনী, রীনা বেগম, শিউলি আক্তার, হেনা আক্তার, জোসনা বেগম, সমরাজ বেগম ও ছাবিকুন্নাহার রয়েছেন। তাদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র আরও জানায়, অভিযানে সংঘর্ষ এলাকা থেকে কোনো প্রাণঘাতী অস্ত্র উদ্ধার করা না গেলেও বেশ কয়েকটি লাঠিসোটা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া জানান, “সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft