প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম

ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটার ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল'টি শহর প্রদক্ষিণ করে ফরিদপুর মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
গণ মিছিল শেষে বক্তব্য রাখেন - ফরিদপুর ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা'র প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব।
তিনি বলেন দোয়া ও শ্রদ্ধার মাধ্যমে এই পথচলা, ইনশাআল্লাহ ন্যায়, আদর্শ ও জনকল্যাণের রাজনীতির অঙ্গীকারে এগিয়ে যাবে ফরিদপুর। একটি আদর্শিক ন্যায় ভিত্তিক জনকল্যাণমূলক রাজনীতির লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশে ফরিদপুর জেলা জামায়াতের আমির মোঃ বদরুদ্দীন, নায়েবে আমির মোঃ আবুল বাশার, খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন প্রমুখ সহ ১০ দলীয় জোটের নেতাকর্মী ও বিভিন্ন স্থান থেকে সর্বস্তরের জনগণ উপস্থিত হন।
জ/দি