রাজধানীতে চলছে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রচারণা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম আপডেট: ২৪.০১.২০২৬ ৬:৩০ পিএম

রাজধানীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন পাড়া-মহল্লায় শুরু হয় প্রচারণা।

ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মিরপুর-১২-তে প্রচারণা করেছেন ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। সকালে নিজ বাসার সামনে থেকে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

ভোটারদের কাছে তুলে ধরেন নির্বাচনী প্রতিশ্রুতি। আমিনুল বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক ও চাঁদাবাজির সমস্যা রয়েছে। তবে সংসদ সদস্য নির্বাচিত হলে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেবো না। একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন : কলস মার্কার স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ঘিরে সমর্থনের সুর

এরপরই মিরপুর ৬ অফিসার্স কোয়ার্টার এলাকায় গণসংযোগ করেন বিএনপির এই নেতা। রূপনগর ট-ব্লক থেকে শুরু করে রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ই-ব্লক এলাকায় গিয়ে গণসংযোগ শেষ করবেন।

এদিকে, গণসংযোগ করতে গিয়ে ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেন, নির্বাচনী এলাকায় গ্যাসের সমস্যা, পানির সমস্যা, জলাবদ্ধতাসহ নানাবিধ সমস্যা রয়েছে। এখানে গ্যাসের চাপ না থাকায় গৃহিণীরা রান্নাবান্না করতে পারেন না। নির্বাচিত হলে আমাদের এই অবহেলিত এলাকার সকল সমস্যা সমাধান করতে আমার জায়গা থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব।

তিনি আরও বলেন, এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সড়কে অবৈধ স্থাপনা, পার্কিং, ফুটপাত দখল করে চাঁদাবাজি হচ্ছে। নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft