আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ এএম আপডেট: ২৪.০১.২০২৬ ৬:৫৪ পিএম

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে পীরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে তিনি কবর জিয়ারত করেন।

এসময় আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে তার বাবা, ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ নেতাকর্মীদের সাথে নিয়ে মোনাজাত করেন তিনি।

মূলত আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াত আমির। তিনি বলেন, শহীদের ত্যাগ ও আদর্শকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে জামায়াত।

আরও পড়ুন : ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দিনে ১ হাজার ৪৪৭ টন চাল আমদানি

জামায়াত আমির বলেন, আমরা চাই অবিলম্বে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে দোষীদের শাস্তি দেয়া হোক। এই ব্যাপারে আমাদের অবস্থান একইবারই স্পষ্ট। শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের সকল পরিবারকে আমরা আমাদের মাথার তাজ করে রাখবো। এবং এটা বাস্তবে দেখবেন ইনশাআল্লাহ। এটা ঠোঁটের কথা নয় এটা মুখের কথা।

তিনি আরও বলেন, আমরা কথা দিচ্ছি জীবন যাবে তবুও মাথা নত করবো না। যেভাবে আবু সাঈদরা বুক চিতে দিয়েছিল। দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি। কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারও কাছে বন্ধক রাখবো না। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমরা সবাই মিলে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft