লালপুরে অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, প্রশাসক নিযুক্ত
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম

নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেহেদী জাহানকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে জেলা প্রশাসন। বুধবার (২১জানুয়ারি) নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। 

অফিস আদেশে বলা হয়েছে, নাটোরের লালপুর উপজেলাধীন ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১০১ এবং ১০২ মোতাবেক জনাব মোঃ মেহেদী জাহান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লালপুর নাটোরকে বর্ণিত ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো। 

আরও পড়ুন : গুরুদাসপুরে কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ

আদেশে আরও বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ পরিচালনার সুবিধার্থে তাকে আর্থিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ২০২৫ নাটোরের লালপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নাটোর   অপারেশন ডেভিল হান্ট   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft