প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:৩২ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ২ নং জামনগর ইউনিয়নে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার জামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে জামনগর ইউনিয়ন চত্বরে আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররা অংশ নেন। সভায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটারদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময়কালে ভোটাররা অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ, শান্তিপূর্ণ পরিবেশ এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। নেতৃবৃন্দ একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এইচ. শামীম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান মিঠু, শ্রমিক দলের সভাপতি গোলাম রসুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতারা বলেন, ভোটারদের আস্থা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
জ/দি