গোপালগঞ্জের তিন বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:১৫ এএম

অবশেষে বিএনপি'র ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ২ জন  হলেন গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এমএইচ খান মঞ্জু এবং সিরাজুল ইসলাম সিরাজ। তারা দুজনেই ইতিপূর্বে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর বহিষ্কৃত জন হলেন গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড.হাবিবুর রহমান। 

গতকাল সন্ধ্যায় বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনে এই তিন নেতা বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। 

জ/দি




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft