কাপাসিয়ায় ফসলি জমির মাটি কাটায় গ্রেপ্তার ২২
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে চুরির অপরাধে ২২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বারিষাব এবং কাপাসিয়া সদর ইউনিয়নে পৃথক দুটি সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এসময় মাটি কাটায় ব্যবহৃত ভেকু মেশিন, ড্রাম ট্রাক ও ট্রলিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন : রায়পুরে ৩ চক্ষু হাসপাতাল সিলগালা

অভিযোগ সূত্রে জানা যায়, বারিষাব ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন গাওরার কাজী পাড়া এলাকায় রাতের আঁধারে ফসলি জমির ৫-৬ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাচ্ছিল একটি চক্র। খবর পেয়ে রাত আনুমানিক ০১:৩৫ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশনায় যৌথ বাহিনী ও ভূমি অফিসের কর্মকর্তারা সেখানে অভিযান চালান। ঘটনাস্থল থেকে ১৮ জন অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে আরও ৮-১০ জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কাপাসিয়া ছাড়াও নরসিংদী, কিশোরগঞ্জ, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার ব্যক্তিরা রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি ভেকু মেশিন, ৬টি মিনি ড্রাম ট্রাক এবং দুটি ট্রলি জব্দ করেছে। উদ্ধারকৃত মাটির আনুমানিক মূল্য ২লক্ষ ১৫ হাজার টাকা। অপরদিকে একই রাতে ভোররাত ০৪:০৫ মিনিটে কাপাসিয়া সদর ইউনিয়নের সূর্য্যনারায়নপুর মোল্লা বাজার সংলগ্ন এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। সেখানে এটিএস কোম্পানির পশ্চিম পাশে ফসলি জমি থেকে ৪-৫ ফুট গভীর করে মাটি চুরি করা হচ্ছিল। অভিযানকালে ৪ জনকে গ্রেপ্তার করা হলেও ৩-৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সেখান থেকে ১টি ভেকু মেশিন এবং ব্যাটারি সহ অন্যান্য আলামত জব্দ করেছে। এই স্থান থেকে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা সমমূল্যের মাটি চুরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। উভয় ঘটনায় কাপাসিয়া থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ (মোঃ রাশেদুল আলম ভূইয়া ও সৌরভ সূত্রধর)। আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ১৩/১৬ ধারা এবং দন্ডবিধির ৩৩৯ ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাজীপুর   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft