যে ৫ অভ্যাস পুরুষদের অতিরিক্ত চুল পড়ার জন্য দায়ী
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম

পুরুষদের মধ্যে চুল পড়া একটি প্রচলিত সমস্যা। যদিও জিনগত কারণ বড় ভূমিকা রাখে, অনেক সময় দৈনন্দিন অভ্যাস চুল পড়াকে আরও বাড়িয়ে দেয়।

নিচে এমন পাঁচটি অভ্যাস তুলে ধরা হলো, যা চুলের ক্ষতির জন্য দায়ী :

১. অতিরিক্ত মানসিক চাপ : দীর্ঘদিনের মানসিক চাপ চুলের স্বাভাবিক বৃদ্ধি চক্রে ব্যাঘাত ঘটায়। কাজের চাপ, ঘুমের অভাব ও দুশ্চিন্তা চুলের গোড়ায় প্রভাব ফেলে এবং অস্বাভাবিকভাবে চুল পড়তে শুরু করে।

২. অপুষ্টিকর খাবার ও পুষ্টির ঘাটতি : প্রোটিন, আয়রন, জিঙ্ক, বায়োটিন ও ভিটামিনের ঘাটতি চুল দুর্বল করে দেয়। নিয়মিত ফাস্টফুড খাওয়া বা সুষম খাবার এড়িয়ে চললে চুল পাতলা ও ভাঙা হতে পারে।

৩. অতিরিক্ত হেয়ার স্টাইলিং পণ্য ব্যবহার : জেল, ওয়াক্স, স্প্রে ও কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহারে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয়। ঘন ঘন হিট স্টাইলিং চুলকে আরও দুর্বল করে তোলে।

৪. ধূমপান ও অতিরিক্ত মদ্যপান : ধূমপান মাথার ত্বকে রক্ত সঞ্চালন কমিয়ে দেয়, ফলে চুলের গোড়ায় পুষ্টির অভাব দেখা দেয়। অতিরিক্ত মদ্যপানও শরীরের পানিশূন্যতা ও পুষ্টি ক্ষয় ঘটায়, যা চুলের জন্য ক্ষতিকর।   

৫. ভুলভাবে চুলের যত্ন নেওয়া : খুব ঘন ঘন চুল ধোয়া, শক্ত কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার, ভেজা চুল আঁচড়ানো বা তোয়ালে দিয়ে জোরে মুছে ফেলা চুল পড়ার কারণ হতে পারে। অপরিষ্কার স্ক্যাল্পে খুশকি ও সংক্রমণও দেখা দিতে পারে।

যদিও সব ধরনের চুল পড়া সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে এসব অভ্যাস ঠিক করলে চুল পড়া অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত যত্নবান চুল পরিচর্যা পুরুষদের চুল সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft