প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম

জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজ-খবর নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের অভ্যর্থনা কক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।
এসময় বিএনপি নেতা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে এবং মানবিক বিপর্যয় থেকে দেশকে রক্ষায় জুলাই শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না। দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে পরিবারগুলোর জন্য সুপরিকল্পিত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে তা বাস্তবায়ন হবে। আপনাদের পাশে দেশের জনগণ আছে। এসময় তিনি শহীদ পরিবারদের দুঃখ কষ্টের কথা ব্যক্তিগতভাবে জানানোর অনুরোধ জানান।
ব্যরিস্টার নওশাদ জমির পঞ্চগড় ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর আগে তিনি প্রতীক বরাদ্দের সময় মতবিনিময় সভায় অংশ নেন।
বিএনপি নেতা বলেন, আশা করি আনন্দপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ে জেলার দুইটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনজুরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
জ/উ