ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৬২৭ মামলা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৭:০৯ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৬২৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ১৩টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে। 

আরও পড়ুন : পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ২টি ট্রাক, ১৪টি ক্যাভার্ড ভ্যান, ৪০টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৪টি বাস, ৭৩টি ট্রাক, ৮৫টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ২৫৮টি মোটরসাইকেলসহ মোট ৬৮৪টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ২২৬টি মামলা হয়েছে।

আরও পড়ুন : সারাদেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৫৬টি ট্রাক, ৪৮টি কাভার্ডভ্যান, ১৪৫টি সিএনজি ও ৫২৪টি মোটরসাইকেলসহ মোট ৯২৮টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ৫টি ক্যাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৫৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩৪টি গাড়ি ডাম্পিং ও ১৬৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft