চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:১০ পিএম

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকান মালিককে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মূল্য তালিকা টানানো এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ ছাড়া বাবুরহাট বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মেয়াদোত্তীর্ণ কেক তৈরি খাবার জেল ও বাটার পাওয়ায় কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : বীরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এ ছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কাজ হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft