প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব কালাপুকুর গ্রামে ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।