প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও প্রবীণ সাংবাদিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিনের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট ও মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ মোতাসিম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য শাহজাহান সাজু, সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম, দৈনিক পেনব্রিজ পত্রিকার সম্পাদক মো. এমদাদুল হকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মরহুম জসিম উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফয়জুল্লাহ মাহবুব।
বক্তারা বলেন, জসিম উদ্দিন ছিলেন একজন সৎ, নির্ভীক ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তার দীর্ঘ পথচলা ব্রাহ্মণবাড়িয়া গণমাধ্যম অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু একজন সংগঠকই নন, তরুণ সাংবাদিকদের জন্য ছিলেন একজন অভিভাবক ও পথপ্রদর্শক।
জ/দি