নেপালের চলচ্চিত্র উৎসবে দেশের দুই স্বল্পদৈর্ঘ্য সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুইটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সিনেমা দুইটি হল ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ এবং ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’।

আগামী ২-৬ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে বসবে এই উৎসবের নবম আসর। শাহরিয়ার আজাদ নির্মিত ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ সিনেমাটি একটি জোড়া কবুতরকে ঘিরে আবর্তিত হয়েছে। দরবার শরীফের ব্যানারে স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা করেছেন যুবরাজ শামীম। এর আগে রাশিয়া ও ইংল্যান্ডের দুইটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

আরও পড়ুন : যে কারণে রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি

ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’ একটি নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে স্বর্গ ও পৃথিবীর মাঝামাঝি রহস্যময় অবস্থানে আটকে থাকা একটি আত্মার যাত্রা তুলে ধরা হয়েছে। 

সেই আত্মা নিজের জীবনের দুটি ভিন্ন অধ্যায় ফিরে দেখে। একটিতে সে একজন লেখক, যে মানুষের গল্প, অনুভূতি ও অভিজ্ঞতার ভাষা খুঁজে বেড়ায়; অন্যটিতে সে একজন পাদরি, যুদ্ধবিধ্বস্ত সময়ের সাক্ষী হিসেবে মানুষের কষ্ট, অপরাধবোধ ও স্বীকারোক্তি শুনে অভ্যস্ত। সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফ সিরাজ ও খালিদ হাসান।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft