প্রিয়াঙ্কাকে হলিউডে আনতে গিয়ে উপহাসের মুখে পড়েন অঞ্জুলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৩৩ পিএম

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে আন্তর্জাতিক বিনোদন জগতের একজন পরিচিত মুখ। কিন্তু হলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করার এই যাত্রা তার জন্য মোটেই সহজ ছিল না। এই যাত্রায় অনেক সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। সম্প্রতি অভিনেত্রীর ম্যানেজার অঞ্জুলা আচারিয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। প্রিয়াঙ্কাকে আমেরিকায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে তীব্র সমালোচনা ও উপহাসের মুখে পড়তে হয়েছিল বলেও দাবি করেন তিনি। 

‘দ্য ওকে সুইটি শো’-তে কথা বলতে গিয়ে অঞ্জুলা জানান, ভারতে ইতোমধ্যে সুপারস্টার হওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কাকে পশ্চিমা দুনিয়ায় নতুন করে নিজেকে পরিচয় করাতে দেখে ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি। অঞ্জুলা বলেন, ‘মনে হচ্ছিল, ভেতরে ভেতরে আমি মরে যাচ্ছি। এমন একজন শিল্পী, যিনি নিজের দেশে বিয়ন্সের মতো জনপ্রিয়, তাকে এমন জায়গায় নিজেকে পরিচয় দিতে হচ্ছে, যেখানে কেউ জানেই না তিনি কে।’ 

এছাড়া প্রিয়াঙ্কার নম্রতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল উল্লেখ করে অঞ্জুলা উল্লেখ করেন, ‘‘তার কোনো অহংকার ছিল না। অনেক সময় কোনো একটি কাজ নিয়ে আমি ভাবতাম, ‘আমরা এর ঊর্ধ্বে,’ কিন্তু সে বলত, ‘না, আমরা নই। আমাদের এটা করতে হবে।’ প্রিয়াঙ্কা আমাকে বাস্তবতা আর নম্রতা দুটোই শিখিয়েছে।’’ 

আরও পড়ুন : তামান্নার গানের ভিউ এক বিলিয়ন

সাক্ষাৎকারে অভিনেত্রীর ম্যানেজার স্মরণ করে জানান, প্রিয়াঙ্কাকে আমেরিকায় আনার সিদ্ধান্তে অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিলেন। ‘লোকেরা আমাকে বলেছিল, আমি বোকা। তারা বলেছিল, ‘আমেরিকায় একজন বাদামী বলিউড তারকাকে কখনো প্রতিষ্ঠিত করা যাবে না,’ বলেন তিনি। 

এই সন্দেহ ও অনিশ্চয়তার সময়ে অঞ্জুলা ইন্টারস্কোপ রেকর্ডসের সহ-প্রতিষ্ঠাতা জিমি আইওভিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তার ভাষায়, ‘আমি জিমিকে জানিয়েছিলাম, সবাই বলছে আমি ভুল করছি। তখন তিনি আমায় মনে করিয়ে দেন যে, তিনি এমিনেমের মতো একজন শ্বেতাঙ্গ র্যাপারকে লঞ্চ করতে গিয়ে একই ধরনের সংশয়ের মুখে পড়েছিল।’ 

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া ২০১৫ সালে এবিসি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে হলিউডে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘বেওয়াচ’-এ ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রনের সঙ্গে অভিনয় করেন। পরবর্তীতে ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’, ‘সিটাডেল’, ‘লাভ অ্যাগেইন’ এবং ‘ইজন্ট ইট রোমান্টিক’র মতো আন্তর্জাতিক সব প্রকল্পে কাজ করেন। 

আরও পড়ুন : ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন পরীমণি

সামনেও এই বৈশ্বিক তারকাকে একাধিক বড় প্রকল্পে দেখা যাবে। বর্তমানে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা, যেখানে তার চরিত্রের নাম মন্দাকিনী। এতে আরও থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। 

এছাড়া  তিনি ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স পরিচালিত অ্যাকশন ড্রামা ‘দ্য ব্লাফ’-এ অভিনয় করেছেন এবং জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনেও রিচার্ড ম্যাডেনের বিপরীতে পূর্বের চরিত্রে ফিরবেন। 

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft