রাজবাড়ীতে জিপ চাপায় পাম্পকর্মী নিহতের ঘটনায় জেলা যুবদলের সংবাদ সম্মেলন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম

রাজবাড়ীতে ঠিকাদার সুনজের জিপ গাড়ি চাপায় পাম্পকর্মী রিপন শাহা  নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন করে যুবদল। রবিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা যুবদলের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহবায়ক মো খায়রুল আনাম বকুল (ভিপি বকুল), বলেন গত শুক্রবার গোয়ালন্দ মোড়ে ঠিকাদার মো আবুল হাসেম সুজনের গাড়ি চাপায় পাম্প কর্মী নিহত হয়েছে এঘটনায় যুবদলকে জরিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। আবুল হাসেম সুজন যুবদলের কেউ না, সে ব্যক্তিগত কারনে গত ২০১৯ সালের ২৮ শে জানুয়ারি রাজবাড়ী শহরে সংবাদ সম্মেলন করে জেলা যুবদলের পদ থেকে পদত্যাগ এর ঘোষনা দেয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশ পায়।

পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সাথে ঘনিষ্টতা  তৈরি হয় সে মূলত কাজী ইরাদত এর লোক। যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির চর্চায় বিশ্বাসী। অপরাধী যেই হোক আমরা স্যাস্তি দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মনোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আব্দুল্লা আল মামুন সম্রাট, যুগ্ম আহবায়ক খাইরুজ্জামান, সদস্য সচিব মো: মামুনুর ইসলাম,পৌর যুব দলের আহ্বায়ক মো: সামছুল আলম খান রানা, সদস্য সচিব মো: গোলাম মহিউদ্দিন আহম্মেদ সহ অন্যানরা।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে জিপ চাপায় ঠিকাদার আবুল হোসেম সুজন এর গাড়ি চাপায় পাম্পকর্মী  রিপন সাহা নিহত হয়। এঘটনায়  সিসি ফুটেজ দিখে আবুল হোসেম  সুজন ও তার ড্রাইভার কে গ্রেপ্তার সহ হত্যা মামলা দায়ের করা হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft