প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম

গত বছরের শুরু থেকেই ম্রুনাল ঠাকুর ও ধানুশের প্রেমের গুঞ্জন শোবিজ দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। বছরের মাঝামাঝি এই আলোচনা আরও তীব্র হয়ে উঠেছিল। শোনা যাচ্ছিল, দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। তবে ২০২৫ সালের আগস্টে ম্রুনাল স্পষ্ট করে জানিয়েছিলেন, ধানুশ তার কাছে ‘শুধুই একজন ভালো বন্ধু’।
এবার নতুনভাবে জল্পনা শুরু হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ম্রুনাল ঠাকুর ও ধানুশ বিয়ে করার পরিকল্পনা করছেন। গুঞ্জন অনুযায়ী, বিয়ে হবে সম্পূর্ণ ব্যক্তিগত, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।
এ পর্যন্ত ম্রুনাল ঠাকুর ও ধানুশের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখার চেষ্টা করা এই দুই তারকাকে ঘিরে এমন খবর স্বাভাবিকভাবেই নজর কাড়ছে।
এর আগে কয়েক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা গুজব শোনা গিয়েছিল। তবে ২০২৫ সালের আগস্টে ম্রুনাল স্পষ্ট করে জানান, এই জল্পনা সম্পর্কে তিনি অবগত ছিলেন এবং প্রথমবার সেগুলো পড়ার সময় তার মজা লেগেছিল।
১ আগস্ট ম্রুনালের জন্মদিনের পার্টিতেও ধানুশ উপস্থিত ছিলেন। এ ছাড়া ধানুশের দুই বোন, কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ম্রুনাল ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন, এবং তারা তাকে ফলো ব্যাক করেন। এটি নজর কাড়ছে, কারণ ইন্ডাস্ট্রিতে খুব কম সহকর্মী বা বন্ধুই ধানুশের পরিবারের সদস্যদের সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।
নিউজ ১৮-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দক্ষিণি সিনেমায় ম্রুনাল ঠাকুরের ক্রমবর্ধমান উপস্থিতিই দুজনকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।
প্রতিবেদনে এক ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘হ্যাঁ, এটা সত্যি যে তারা ডেট করছেন। তবে এটা একদম নতুন, এখনই তা জনসমক্ষে আনার ইচ্ছা নেই। তবে তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে সংকোচবোধ করছেন না।’
ধানুশ এর আগে অভিনেতা রজনীকান্তর কন্যা নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেন। ২০২২ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ২০ বছরের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে।
জ/ই