ঢাকায় আসছে আইসিসি প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে আলোচনার জন্য ঢাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশের অবস্থান পরিবর্তনে সরাসরি আলোচনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে এ ইস্যুতে একাধিকবার বিসিবি ও আইসিসির মধ্যে ই-মেইল যোগাযোগ হয়। পাশাপাশি এক দফা ভার্চুয়াল বৈঠকও অনুষ্ঠিত হলেও তাতে বাংলাদেশের সিদ্ধান্তে পরিবর্তন আসেনি। বরাবরের মতোই ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে বাংলাদেশ।

বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দল আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : দেম্বেলের জোড়া গোলে শীর্ষে ফিরলো পিএসজি

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,'আমি সর্বশেষ যেটুকু জানি, আমিনুল ইসলাম সাহেব আমাকে জানিয়েছেন যে আইসিসির একটি টিম সম্ভবত বাংলাদেশে আসছে আলোচনার জন্য। তবে আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

আসিফ নজরুল বলেন, আমরা খুবই আগ্রহের সঙ্গে বিশ্বকাপ খেলতে চাই এবং সেটি শ্রীলঙ্কায় খেলতেই চাই। আমাদের বিশ্বাস, এটি আয়োজন করা অসম্ভব নয়।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft